Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদ আর হয়ে উঠছে না কারিশমা কাপুরের। প্রতিবারই কোনো না কোনো বাধায় পিছিয়ে যাচ্ছে কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু প্রতিবারই দেখা দিচ্ছে কোনো না কোনো সমস্যা। এবার ঠিকই করে ফেলেছিলেন, ১২ বছরের সম্পর্কটা একটা সই করে চুকিয়ে দেবেন। কিন্তু শেষ মুহূর্তে গিয়েও পিছিয়ে এলেন কারিশমা। সঞ্জয়ের কাছ থেকে খোরপোষ না পাওয়ায় ডিভোর্স পেপারে সই করলেন না কারিশমা।
ভারতীয় সংবাদ সূত্রের খবর, কারিশমা জানিয়েছিলেন, তাঁর এবং সঞ্জয়ের মধ্যে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর দুই তরফের দাবিদাওয়া নিয়ে তৈরি হয়েছিল একটা যৌথ সম্মতিপত্র। যে সম্মতিপত্রে নাকি সঞ্জয় তাঁদের দুই ছেলেমেয়ের ভরণপোষণের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু তারপরেও সঞ্জয় একবারও সেই খোরপোষের টাকা পাঠাননি। যে কারণে সঞ্জয়ের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে সম্প্রতি ডিভোর্সের কাগজে সই করলেন না কারিশমা।
কারিশমা আর সঞ্জয় কাপুরের বিয়ে হয় ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে। তাঁদের প্রথম সন্তান জন্ম নেয় ২০০৫ সালে। ২০১০ সালে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। এরপরেই শুরু হয় সম্পর্কের ভাঙন। কারিশমা সঞ্জয়ের বাড়ি ছেড়ে মুম্বাইয়ে তাঁর মা ববিতার সঙ্গে থাকতে শুরু করেন। সেই সময় থেকেই কারিশমা ও সঞ্জয়ের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়। শোনা যায়, কারিশমা নাকি অন্য একজন পুরুষের সঙ্গে প্রেম করছেন- সেই অভিযোগ তুলে সঞ্জয় বিবাহবিচ্ছেদ মামলা শুরু করেন। গুঞ্জন রটে যায়, কারিশমা নাকি সন্দীপ তোশনিওয়াল নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন। অন্যদিকে, একইভাবে সঞ্জয় সোশ্যালাইট প্রিয়া চটবালের সঙ্গে ‘লিভ ইন’ করছেন বলেও বাজারে খবর ছড়িয়ে পড়ে। ফলে কারিশমা-সঞ্জয়ের সম্পর্কে ফের জোড়া লাগার যাবতীয় সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।