Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ :
আনুশকা শর্মা
ছয় বছর ধরে বলিউডে কাজ করছেন আনুশকা শর্মা । পিকে, রব নে বানাদি জোড়ি, ব্যান্ড বাজা বারাত, যব তক হ্যায় জান-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়ে বলিউডে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি শক্ত আসন গাড়তে পেরেছেন ২৬ বছর বয়সী আনুশকা। বর্তমানে ছবিপ্রতি পাঁচ থেকে ছয় কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
সোনাক্ষী সিনহা
‘দাবাং’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ২০১০ সালে বলিউডে যাত্রা শুরু করেছেন প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘœ সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন সোনাক্ষী। বর্তমানে ছবিপ্রতি তিন থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
বিদ্যা বালান
‘পা’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘কাহানি’র মতো ছবিগুলোতে বিদ্যা বালানের অনবদ্য অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে দক্ষিণী অভিনেত্রী প্রয়াত সিল্ক স্মিতার চরিত্রে অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বিদ্যা ।
কারিনা কাপুর
ছবির পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান অবশ্য ভালোই সাফল্য দেখিয়েছেন। বর্তমানে ছবিপ্রতি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া
অভিনয়ের পাশাপাশি গানের জগতেও সাফল্য পেয়েছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘জঞ্জির’ ছবির জন্য ৯ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন ৩১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
দীপিকা পাড়ুকোন
গত বছর বলিউডে রীতিমতো ঝড় তুলেছেন দীপিকা পাড়ুকোন। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর অভিনীত চেন্নাই এক্সপ্রেস, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ও গোলিও কি রাসলীলা : রাম-লীলা ছবিগুলো কেবল বক্স অফিসই কাঁপায়নি, দীপিকার অভিনয়ও প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। স্বীকৃতি হিসেবে এ বছর জি-সিনে, ফিল্মফেয়ার, আইফা’র মতো মর্যাদাপূর্ণ পুরস্কার ঘরে তুলেছেন দীপিকা। এত এত সাফল্যের পরও তাঁর পারিশ্রমিকের অঙ্কটা আহামরি কিছু নয়। ছবিপ্রতি আট থেকে ৯ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাঁকে।
ক্যাটরিনা কাইফ
বলিউডে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্কটা বেশ কম। হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বিস্তর ফারাক নিয়ে দিন কয়েক আগে ক্ষোভ প্রকাশ করেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
তাঁর মতে, ‘আমি হিন্দি চলচ্চিত্রে যখন যাত্রা শুরু করেছিলাম সেই সময়ের তুলনায় এখন নারীকেন্দ্রিক চলচ্চিত্রের অগ্রগতি চোখে পড়ার মতো। মেয়েদের প্রাধান্য দিয়ে যে ধরনের চরিত্র সৃষ্টি করা হচ্ছে তা এক কথায় অতুলনীয়। বর্তমানে নারীকেন্দ্রিক ছবিগুলো হিন্দি চলচ্চিত্রশিল্পে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রশিল্প অনেক এগিয়ে গেছে।
কিন্তু একটি ক্ষেত্রে ন্যূনতম পরিবর্তনও অর্জিত হয়নি। আর সেটা হলো অভিনেত্রীদের পারিশ্রমিক। এখনো অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের মধ্যে বিশাল ব্যবধান লক্ষ করা যায়। বিদ্যমান এই বৈষম্য সবার কাছেই স্পষ্ট। তার পরও অবস্থার পরিবর্তন হচ্ছে না। দেখা যাক, সামনে কী হয়!’ ক্যাটের এমন ক্ষোভের পেছনে যথেষ্ট কারণও আছে। কোনো ছবিতে ক্যাটরিনার অন্তর্ভুক্তি মানেই ছবির সাফল্য নিশ্চিত। ‘ধুম ৩’-এর মতো বক্স অফিস কাঁপানো ছবি উপহার দেওয়ার পরও ছবিপ্রতি ক্যাটরিনার পারিশ্রমিক মাত্র সাড়ে পাঁচ কোটি থেকে ছয় কোটি রুপি।