খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : নতুন আঙ্গিকে আসছে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওনের সাড়া জাগানো গান ‘বেবি ডল’। এ তারকার পরবর্তী ছবি ‘মাস্তিজাদে’তে গানটি থাকবে বলে জানিয়েছে ছবিসংশ্লিষ্টরা।
এর আগে ‘রাগনি এমএমএস-২’ ছবির এ গানটি ২০১৪ সালে মুক্তি পায়। তখন থেকেই ইউটিউবে অ্যাকাউন্টে ‘হিট’ জমা করতে বেশ সক্ষম হয় গানটি। শুধু ইউটিউবই নয়, গানটি এখন বেশিরভাগ কনসার্টের অন্যতম উপদান হয়ে দাঁড়িয়েছে। গানটির এই জনপ্রিয়তাই কাজে লাগাতে চান ছবির পরিচালক মিলাপ জাভেরি।
তিনি জানিয়েছেন, গানটি হুবুহু ছবিতে থাকছে না। এর কথা পরিবর্তন করে শুধু সুর ও সংগীত ব্যবহার করা হবে। মিট ভাইদের তৈরি সংগীতের পুরোটাই পাওয়া যাবে নতুন ছবিতে। ‘মাস্তিজাদে’ ছবিটি মূলত বড়দের জন্য তৈরি। এতে দুটি চরিত্রে দেখা যাবে সানি লিওনিকে। তার সঙ্গে আছেন তুষার কাপুর ও ভির দাস। ছবিটি আগামী জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।