খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশ চলচ্চিত্রের কিং শাকিব খান। বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন শাকিব। আজ মঙ্গলবার বিএফডিসির ৭নং ফ্লোরে রাজনীতের শ্যুটিং-এ অংশ নেন শাকিব। রাজনীতি সিনেমার গল্পে দেখা যাবে রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ খান। বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।
শাকিব শ্যুটিং-এর ফাঁকে বিডি টুয়েন্টিফোর লাইভ বিনোদন প্রতিবেদক আরেফিন সোহাগ-কে বলেন, সিনেমাটির গল্প রাজনৈতিক কর্মকান্ড নিয়ে। অনেক ভালো একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজনীতি’। বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। ত্রিভুজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই, টাকার খেলা ও ভাই ভাইয়ের সম্পর্ক। আমার বিশ্বাস দর্শকদেরও অনেক ভালো লাগবে।
উল্লেখ্য, ছবিতে আলীরাজ, শাকিব, অপু, অমিত হাসান, জায়েদ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু। গত ঈদের পরদিন ২৬ সেপ্টোম্বর সিনেমার শুটিং শুরু হয়েছে।