Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

83খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: নুরু মিয়া। বয়স পঁয়ষট্টির এক বৃদ্ধ। পঙ্গু অকেজো দু’পা। মুখভর্তি সাদা দাড়ি তার। রাস্তায় ঠেলায় বসে ভিক্ষা করেন। এমনি একটি চরিত্রের অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবির নাম ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’।
ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। তিনি ছবি সম্পর্কে বলেন, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নানা চরিত্রদের মিশেলে আমি নুরু মিয়া, বিউটিদের তৈরি করেছি। খুব পরিচিত গল্প মনে হবে। আমার বিশ্বাস শুধু গল্পের কারণেই ছবিটি দর্শক দেখবে। ছবিতে বিউটি চরিত্রে অভিনয় করছেন ক্যামেলিয়া। এ ছাড়াও রয়েছেন শাহাদাৎ হোসেন, শিমুল খান, এসএম মহসীন প্রমুখ।
রাজধানীর কড়াইলের মনোরম লোকেশনে বর্তমানে ছবিটির দৃশ্যধারণ চলছে।