খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: নুসরাত ফারিয়া এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা। ‘আশিকী’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটেছিল এই নায়িকার। বাস্তবে নিজের ‘আশিকী’ কে? এই বিষয়ে মুখ না খুললেও পাঁচ বছর পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ২০ বছর বয়সী এই চিত্রনায়িকা। সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় এক অনলাইন-এর বারাত দিয়ে খবরটি প্রকাশ করা হলো।
পাত্র কেমন চাই? উত্তরে নুসরাত ফারিয়া বলেন, আমার করপোরেট পাত্র পছন্দ। কারণ আমি মনে করি করপোরেট ছেলেরা অনেক স্মার্ট হয়। তাঁদের ব্যক্তিত্বও অসাধারণ। আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে আমার টেককেয়ার করবে। বিষয়টা এ রকম নয় যে, সারাক্ষণ সে আমার ফোনে খোঁজখবর নেবে। আমি চাই সে আমার প্রতি যতœশীল হবে। আমাকে বুঝবে। এই তো, এর বেশি কিছু আমার চাওয়ার নেই। আর তাঁকে উচ্চশিক্ষিত ও মার্জিত হতেই হবে। তবে গায়ের রঙের কথা যদি বলি, ফর্সা ছেলে আমার পছন্দ নয়। আর একটা বিষয় পুরোপুরি পাকা। তা হলো আমি ২৫ বছর বয়সেই বিয়ে করব। এতে কোনো সন্দেহ নেই। এই কথা আমি আগেও অনেকবার বলেছি।
নুসরাত ফারিয়ার ভক্তরা জেনেই তো গেলেন তিনি কবে বিয়ে করবেন ও কেমন পাত্র চাচ্ছেন।
এই মুহূর্তে ফারিয়ার খবর হলো, তিনি এখন কলকাতায় আছেন। বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডলের পরিচালনায় ‘হিরো-৪২০’ চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়ক ওম।