Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : নিজেদের নতুন সিনেমা ‘তামাশা’র সাফল্যে ভাসছেন রানবির কাপুর ও দিপিকা পাড়ুকোন। সেই সাফল্য উদযাপনে আয়োজিত পার্টিতে রানবিরকে সঙ্গ দিতে দেখা যায়নি তার প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। কিন্তু শত ব্যস্ততা সত্ত্বেও প্রেমিকা দিপিকার আনন্দে অংশ নিতে ঠিকই হাজির হয়েছিলেন রানভির সিং।
আর সে জন্য প্রেমিককে উপহার দিতেও ভোলেননি দিপিকা। গণমাধ্যমের উপস্থিতিতেই প্রেমিকের গালে ঠোঁট ছোঁয়ান তিনি। দুজনের এই উষ্ণ প্রেমের মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দেখার পর রানভিরকে ‘বেস্ট বয়ফ্রেন্ড’ অর্থাৎ সেরা প্রেমিকের খেতাব দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
এই খেতাব পেয়ে খুশি হয়ে রানভির বলছেন, ‘এটা আমার প্রাপ্য ছিল।’
রানভিরের সঙ্গে দিপিকার ঘনিষ্ঠতা বরাবরই তাদের প্রেমের গুঞ্জনের জন্ম দিয়েছে। কিন্তু রানভিরকে সব সময় ‘ভালো বন্ধু’ই বলেছেন দিপিকা। এবার রানভিরের এই সরল স্বীকারোক্তি কীভাবে এড়িয়ে যাবেন তিনি, সেটাই দেখার বিষয়