Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : এবার রোহিঙ্গা চরিত্রে অভিনয় করতে চলেছেন চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া প্রভা।

শরণার্থী জীবনের দুঃখগাঁথা নিয়ে রচিত ‘টান’ নাটকে রোহিঙ্গা তরুণীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

তবে নাটকের নাম প্রথমে রাখা হয়েছিল ‘রিফিউজি’। পরে এটির নাম পরিবর্তন করা হয়।

নাটকের কাহিনীতে, ধনী পরিবারের ছেলে সুহাস ভালোবাসে রোহিঙ্গা এক তরুণীকে। কিন্তু রাফা নামে এক মেয়ের সঙ্গে সুহাসের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন সুহাস কাউকে কিছু না জানিয়ে সোজা চলে যায় কক্সবাজারে সেই শরণার্থী মেয়েটিকে খুঁজতে। সমস্ত সুখ-স্বাচ্ছন্দ উপেক্ষা করে ‘টিকলি’ নামের ওই মেয়েটির সঙ্গে নিজেকে জড়িয়ে নেয় সুহাস।

‘টান’ নাটকে টিকলি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। রুদ্র মাহফুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ “িার। এতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন- আলিফ, নিশা প্রমুখ। সূত্র: কলকাতা