Sat. Sep 20th, 2025
Advertisements

47খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : বর্তমান সময়ের দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন কলকাতায় ‘হিরো ৪২০’ শীর্ষক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিটি নির্মাণ করছেন সৈকত নাসির এবং কলকাতার সুজিত ম-ল। তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার খ্যাতিমান অভিনেতা ওম। আসছে জানুয়ারি থেকে বাংলাদেশে এ ছবির শুটিং হবে।

যৌথভাবে এ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এ ছবির কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বলে ফারিয়া একটানা শুটিং করে যাচ্ছেন। এ কারণে তার অসুস্থ বাবাকে দেখতে যেতে পারছেন না।

জানা গেছে, ফারিয়ার বাবা বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যেই তার আজ ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এদিকে নুসরাত ফারিয়া বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বলিউড তারকা ইমরান হাশমী ও নওয়াজউদ্দিন সিদ্দিকের বিপরীতে তাকে রূপদান করতে দেখা যাবে। ‘গাওয়াহ্: দ্য উইটনেস’ নামের ওই ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত