Sat. Sep 20th, 2025
Advertisements

65খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ‘পিকে’ খ্যাত বলিউডে অভিনেত্রী আনুশকা শর্মা লিঙ্গ বৈষম্য নিয়ে বরাবর সোচ্চার রয়েছেন। এবার তিনি এ সাক্ষাৎকারে এক লিঙ্গ বৈষম্য নিয়ে ১০টি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই মন্তব্য বোদ্ধামহলে ব্যাপক আলোচিত ও সমালোচিত হচ্ছে। আনুশকার এই মন্তব্যগুলো হচ্ছেথ ‘পুরুষরা যতদিন খুশি অভিনয় করতে পারেন। কিন্তু মহিলাদের একটু বয়স হলেই কেন ক্যারিয়ার শেষ হয়ে যায়? ‘আউটডোর শুটিংয়ে হিরোদের সব সময় ভালো ও বড় ঘর দেয়া হয়’, ‘ছোট থেকে বাবা, মা আমাকে ও ভাইকে সমান গুরুত্ব দিয়ে বড় করেছেন। ‘অভিনেত্রী হওয়ার পরই আমি লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছি। ‘আমাদের সমাজেও ছেলেদের বেশি গুরুত্ব দেয়া হয়।

‘আমার অভিজ্ঞতা, আমার প্রতিভা নিয়ে একজন পুরুষ সব সময় আমার থেকে বেশি পারিশ্রমিক পান। এটাই সিস্টেম হয়ে এসেছে।’, ‘সাহসী মহিলাদের ইন্ডাস্ট্রি পছন্দ করে না। আমি স্পষ্টবাদী ওরা আমাকে অ্যাক্টিভিস্ট বলে।’, ‘তবে ভারতে জন্মে আমরা ভাগ্যবান। এখানে সবার পছন্দ এতটাই সাধারণ যে আমরা সবাই তারকা।’, ‘যখন আমাকে তোমরা কম টাকা দিচ্ছ, তখন বুঝিয়ে দিচ্ছ যে আমি অতটা মূল্যবান নই।’, ‘যদি এমন কোনো ছবির প্রস্তাব আমাকে দেয়া হয় যেখানে আমার চরিত্রের গুরুত্ব নায়কের চরিত্রের থেকে বেশি, তাহলে কোনো নায়কই বোধহয় সেই ছবি করতে রাজি হবেন না।’, ‘এই ইন্ডাস্ট্রিতে মহিলাদের জন্য ঝুঁকি নেয়া অনেক সহজ। কারণ তাদের থেকে কেউ কিছু প্রত্যাশা করে না।