Sat. Sep 13th, 2025
Advertisements

60খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : রাজধানীর ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ’ অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় ধানমণ্ডিতে হাসপাতালের ফার্মেসিতে অভিযান শুরু হয় বলে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান।

রাত সোয়া ৮টার দিকেও অভিযান চলছিল বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্যের জন্য ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএম শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ল্যাব এইডের এজিএম (কর্পোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেলিন বলেন, শুধু ফার্মেসিগুলোতে র‌্যাব অভিযান চালিয়েছে।

“জীবনরক্ষাকারী যে সব ওষুধ জব্দ করা হয়েছে তার অধিকাংশই দেশে উৎপাদিত হয় না।

আর যারা এসব ওষুধ আমদানি করে থাকে তাদের কাছ থেকেই নেওয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজ থাকার পরেও র‌্যাবের টিম তা দেখতে চায়নি।”

আগের দিন রাজধানীর মোহাম্মদপুর ও ফার্মগেইটের দুটি হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে প্রায় ২০ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

চিকিৎসক ও নার্স না থাকায় ফার্মগেইটে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয় ওই দিন।