খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সে উদ্দেশ্য এখনও দেশে বাস্তবায়ন হয়নি। সে উদ্দেশ্যে পৌঁছাতে অনেক দেরি, অনেক পথ পাড়ি দিতে হবে আমাদেরকে।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুলতানা কামাল বলেন, ‘আমাদের গণতন্ত্রের চিন্তা অনেক জায়গায় ছড়িয়ে গেছে। যে জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল সেখান থেকে আমরা অনেক দূরে চলে গেছি।’
তিনি আরও বলেন, ‘যে জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল সে জায়গায় আমরা পৌছাতে পারিনি। সেখানে পৌছাতে হলে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে।