খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ব্রিটিশ সঙ্গীত তারকা অ্যাডেল বর্তমানে বকেয়া আয়করের চাপের মধ্যে রয়েছেন। চলতি বছরের হিসাব অনুযায়ী তিনি ৪০ লাখ পাউন্ড কর দেননি জানা গেছে। তার এই করের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৪১ লাখ টাকারও বেশি। তবে কত বছর ধরে আয়কর দিচ্ছেন না তা তিনি ভুলে গেছেন।
বকেয়া কর পরিশোধের জন্য আয়কর প্রতিষ্ঠান তাকে ক্রমাগত তাগাদা দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে অ্যাডেলের ভাষ্য, ‘আমি গান নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে, কর দেয়ার বিষয়টি একেবারে ভুলেই গিয়েছিলাম। আমি জানি নিয়মিত আয়কর প্রদান করা প্রতিটি নাগরিকের জন্য একান্ত কর্তব্য। আমি যথা সময় আয়কর পরিশোধ করতে পারিনি বলে সরকারের আয়কর বিভাগের কাছে ক্ষমা প্রার্থী।’ খুব শিগগিরই তিনি এই কর পরিশোধের উদ্যোগ নেবেন। কিন্তু ঠিক কবে তিনি কর পরিশোধ করবেন, তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি। ‘ডেইলি মিরর’র সংবাদে এমন তথ্য জানা গেছে।
এদিকে অ্যাডেল নতুন অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’র বিস্ময়কর সাফল্যে অভিভূত হয়েছেন। সাতদিনে শুধু যুক্তরাষ্ট্রেই ‘টোয়েন্টি ফাইভ’র ৩৩ লাখ ৮০ হাজার কপি বিক্রি হয়েছে। ১৯৯১ সালের পর থেকে এটাই একমাত্র অ্যালবাম যার বিক্রি ৩০ লাখের ঘর ছাড়ালো। অন্যদিকে অ্যাডেলের নতুন গান ‘হ্যালো’র ৪০ লাখ কপি বিক্রি হয়েছে। এটি গত অক্টোবরে প্রকাশিত হয়েছে।