খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই বেশ মুখচোরা ক্যাটরিনা কাইফ। তার সম্পর্ক নিয়ে মানুষ যতই আগ্রহ দেখাক সুকৌশলে এড়িয়ে গেছেন সব প্রশ্ন। কিন্তু এবার মুখ খুললেন।
সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে নানা কথার ফাঁকে ক্যাট বললেন তার গোপন ভয়ের কথা।
ক্যাট বলেন, “নারী এবং পুরুষ ভিন্ন। মেয়েরা সন্তান জন্ম দেয়, পুরুষরা দেয় না। আমরা এটা বলতে পারি না যে, সব পর্যায়ে সমতা আছে, আমরা সবাই এক। না আমাদের জৈবিক চাহিদা এবং দেহ আলাদা। পুরুষরা আদি থেকেই শিকারি, নারীলিপ্সু। একজন অভিনেতার সঙ্গী হওয়ার আবার আলাদা সমস্যা আছে, কিন্তু মৌলিক সমস্যাটা হচ্ছে পুরুষরা পুরুষই। প্রতারক প্রতারণা করবেই।”
তিনি আরো বলেন, “আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে, যখন আমি বিয়ের সিদ্ধান্ত নেবো, মণ্ডপে দাড়িয়ে যদি আমি অনুভব করি যে সে আমাকে পুরোপুরি ভালোবাসে না। সে হয়তো নিজেকে যথেষ্ট ভালোভাবে চেনে না যে সে অঙ্গীকারাবদ্ধ হবে। আর হৃদয় ভাঙার এই সম্ভাবনাই আমাকে ভীত করে।”
সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে রানবিরের বন্ধুত্ব যে কতোখানি পীড়া দেয় ক্যাটকে, তার ইঙ্গিতও দেন ক্যাট।
২০০৯ সাল থেকে রানবিরের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা। এর আগে দিপিকার সঙ্গে এক বছর প্রেম করেন রানবির।