Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: শাহরুখ খান নাকি ভিন ডিজেল? এ প্রশ্নের সামনেই থমকে গিয়েছিলেন বলিকুইন দীপিকা পাড়ুকোন। তবে আন্তর্জাতিক খ্যাতির স্বাদ ছেড়ে শেষমেশ বলি-বাদশাকেই বেছে নিয়েছিলেন তিনি। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এর অফার ফিরিয়ে দিয়ে থেকে গিয়েছিলেন ‘হ্যাপি নিউ ইয়ার’-এর দলে।

ভ্যান ডিজেলের সঙ্গে থ্রি এক্সের লোগে সমেত দীপিকার একটি ছবি সিনেমহলে জল্পনা বাড়িযে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে দীপিকা এখনও কিছু না বললেও, জানা গিয়েছে সিরিজের আগামী ছবিতে থাকছেন তিনি। আসলে ভিন ডিজেলের সঙ্গে তাঁর যোগাযোগ আরও আগে। সেই সময় ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে দীপিকার কাজের কথা পাকা। তখনই আসে ভিন ডিজেলের অফার। দ্বিধাম্বিত ছিলেন দীপিকা।

কিন্তু নিজের কমিটমেন্টেকেই সেই সময় এগিয়ে রাখেন তিনি। অফার ফিরিয়ে দিলেও ডিজেলের মন জয় করে তিনি। কাজের প্রতি তাঁর এই একনিষ্ঠ থাকার সুবাদে ভিন ডিজেল তখনই প্রতিশ্র“তি দিয়েছিলেন, অন্য ছবির কাজে তিনি দীপিকাকে আবার ডাকবেন।

সম্প্রতি দু’জনের একসঙ্গে ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই জল্পনা উঠেছে জোরকদমে। জানা গিয়েছে, সেদিনের প্রতিশ্র“তিই বাস্তবে রূপ পেয়েছে। আর তাই থ্রিএক্স সিরিজের পরের ছবি ‘দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে কাজ করছেন দীপিকা।