Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ পর্দা জুড়ে রাজ-সিমরনের প্রেম কহানি। আর টিভির সামনে ঠায় বসে এক আট বছরের খুদে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র প্রেমের গল্প সেই কন্যের তেমন ভাল লাগেনি। বরং দিগন্ত জোড়া ভ্যালি তার মন কেড়েছিল। এক জায়গায় বসে স্থির হয়ে ছবিটা দেখার কোনও ধৈর্য ছিল না। কারণ সব সময় গুনগুন করে ‘না জানে মেরে..’ গাইতেই ভাল লাগত তাঁর। জানেন কি এই আট বছরের মেয়েটি কে? তিনি কঙ্গনা রানাওয়াত। বলিউ়ডের ‘কুইন’।

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যখন মুক্তি পেয়েছিল তখন তাঁর মাত্র আট বছর বয়স। তুমুল উৎসাহে ছবিটা দেখতে বসলেও ওই গানটা তাঁর অনেক বেশি ভাল লেগেছিল। আর ভাল লেগেছিল শাহরুখকে। বলতে গেলে ওই বয়সেই প্রথম বলিউ়ড বাদশার প্রেমে পড়েছিলেন কঙ্গনা। এত দিন পর সেই রহস্য ফাঁস করলেন নায়িকা।

শাহরুখ খান তাঁর বরাবরের পছন্দের। এমনকি শাহরুখের ‘দেবদাস’দেখতে বসে অঝোরে কেঁদেছিলেন কঙ্গনা। কিন্তু কেন? তাঁর কথায়, ‘‘আসলে দেবদাস দেখতে গিয়ে আমার ভেতরে কী যে একটা কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারব না।’’ ভবিষ্যতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ারও করতে চান তাঁর এই অনুরাগী।
শাহরুখের প্রেমে পড়েছিলেন কঙ্গনা!
বাংলাদেশ নিউজ২৪ : মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
পর্দা জুড়ে রাজ-সিমরনের প্রেম কহানি। আর টিভির সামনে ঠায় বসে এক আট বছরের খুদে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র প্রেমের গল্প সেই কন্যের তেমন ভাল লাগেনি। বরং দিগন্ত জোড়া ভ্যালি তার মন কেড়েছিল। এক জায়গায় বসে স্থির হয়ে ছবিটা দেখার কোনও ধৈর্য ছিল না। কারণ সব সময় গুনগুন করে ‘না জানে মেরে..’ গাইতেই ভাল লাগত তাঁর। জানেন কি এই আট বছরের মেয়েটি কে? তিনি কঙ্গনা রানাওয়াত। বলিউ়ডের ‘কুইন’।

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যখন মুক্তি পেয়েছিল তখন তাঁর মাত্র আট বছর বয়স। তুমুল উৎসাহে ছবিটা দেখতে বসলেও ওই গানটা তাঁর অনেক বেশি ভাল লেগেছিল। আর ভাল লেগেছিল শাহরুখকে। বলতে গেলে ওই বয়সেই প্রথম বলিউ়ড বাদশার প্রেমে পড়েছিলেন কঙ্গনা। এত দিন পর সেই রহস্য ফাঁস করলেন নায়িকা।

শাহরুখ খান তাঁর বরাবরের পছন্দের। এমনকি শাহরুখের ‘দেবদাস’দেখতে বসে অঝোরে কেঁদেছিলেন কঙ্গনা। কিন্তু কেন? তাঁর কথায়, ‘‘আসলে দেবদাস দেখতে গিয়ে আমার ভেতরে কী যে একটা কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারব না।’’ ভবিষ্যতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ারও করতে চান তাঁর এই অনুরাগী।