খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: সেলেনা গোমেজ ও জাস্টিন বিবারের প্রেম ভেঙেছে বেশ আগেই। তবুও উঁকি দেয় স্মৃতিবিজড়িত অনেক ছবি। সম্প্রতি ‘ওয়ান ডিরেকশন’ তারকা নিয়াল হোরানের সঙ্গে সেলেনা গোমেজের চুম্বন কাণ্ডের পর হতাশ বেশ ধাক্কা খেয়েছেন বিবার। সেলেনার এ ঘটনার পর কানাডীয় পপ তারকা বিবার স্মৃতিকাতর হয়ে তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেলেনার সঙ্গে নিজের একটি পুরোনো ছবি। বিবারের খুব কাছের একটি সূত্র জানিয়েছে, তিনি নাকি এ ঘটনার পর নিজেকে প্রতারণার শিকার মনে করছেন।
সারাদিন তিনি সেলেনাকে এসএমএস পাঠালেও সেলেনা তার কোন উত্তর দিতেন না। সেলেনাকে ফিরে পাওয়ার জন্য বিবার প্রায় উন্মাদ হয়ে গেছেন। আর তারপরেই পুরোনো সে স্মৃতি পোস্ট করেন বিবার। ঘটনাটা ঠিক হজম করতে পারছেন না বিবার। সেলেনার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর রেশ কাটতে না কাটতেই বিবারের প্রতি সেলেনা তাঁর বিরক্তির কথা প্রকাশ করেন। তবুও সেলেনাকে ফিরে পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল বিবারের মনে। কিন্তু মার্কিন অভিনেত্রী জেনা দেওয়ানের জন্মদিনের অনুষ্ঠানে সেলেনা ও হোরানকে একসঙ্গে দেখার পর যেন সব দরজাই বন্ধ হয়ে গেল বিবারের। পুরোটা সন্ধ্যা সেলেনা-হোরান একসঙ্গেই কাটিয়েছেন সেখানে।