খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: ভারতের চেন্নাইয়ে বন্যা দুর্গতদের পাশে দাড়ালেন বলিউড তারকা শাহরুখ খান। এক কোটি রুপি দান করলেন বন্যায় সব হারানো মানুষদের জন্য।
দ্য হিন্দু বলছে, প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তহবিলে এক কোটি রুপি দান করেছেন শাহরুখ।
তামিল এবং তেলেগু চলচ্চিত্রের অনেক তারকেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। দক্ষিণের মহাতারকা রজনিকান্ত দান করেছেন ১০ লাখ রুপি। অপরদিকে তামিল চলচ্চিত্র তারকা সুরিয়া দিয়েছেন ২৫ লাখ রুপি।
বলিউডের তারকারাও পিছিয়ে নেই। মিডডে বলছে, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফারনান্দেজ, ভারুন ধাওয়ান, কাল্কি কোয়েচলিন, বোমান ইরানিসহ বলিউডের অনেকেই এই তারকাদের সমর্থন জানিয়েছেন।
‘রাং দে বাসান্তি’ তারকা সিদ্ধার্থ দুর্গতদের খাবার এবং পানির ব্যবস্থা করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। তেলেগু সিনেমার অভিনেতা আল্লু অর্জুন আর মহেশ বাবু দিয়েছেন ২৫ লাখ এবং ১০ লাখ রুপি। ‘বাহুবলি’ তারকা রানা ডাগ্গুবাতিও আক্রান্তদের সাহায্যের জন্য প্রচার চালাচ্ছেন।
৮ নভেম্বর থেকে লাগাতার ভারি বৃষ্টিপাতের কারণে বন্যায় প্লাবিত হয়েছে চেন্নাইসহ অন্ধ্র প্রদেশের বেশ কিছু অঞ্চল। প্রায় এক মাস ধরে চলা এই বন্যায় মারা গেছে তিনশোরও বেশি মানুষ।