Sun. Sep 21st, 2025
Advertisements

20খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫ তিন বছরের শিশুর গুলির আঘাতে তার ১৫ বছর বয়সী বড় ভাই আহত হয়েছেন। গত শনিবার রাতে ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের মাধ্যমে জানা যায়, আহত শিশুটি আশঙ্কামুক্ত রয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে পুলিশ এখনও সন্দিহান। রাত আঁটটায় আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হলে পুলিশ এই খবর জানতে পারেন।

তিন ও পনের বছরের দুই ভাই লুকোচুরি খেলছিলেন। এক সময় ছোট শিশুটি তার বাবার ঘরে গেলে একটি পিস্তল খুঁজে পায়। খেলার ছলে তিনি তার বড় ভাইয়ের পায়ে গুলি করেন। আপাতত এরকমই চিন্তা করা হচ্ছে।–সূত্র: মিড ডে।