Mon. Sep 22nd, 2025
Advertisements

21খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫ যশোরের মেয়ে লামিয়া ছয় বছর বয়সেই ব্যস্ততম মহাসড়কে মটর সাইকেল চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। মাত্র তিন বছর বয়সেই সে সাইকেল চানালো শিখে তার পরের বছরেই সে শিখে ফেলে মটর সাইকেল চালানো এখন সে নামি দামি যে কোন ব্র্যান্ডের মোটর সাইকেল চালায়।

লামিয়ার মোটর সাইকেল চালানোর বিষয়ে তার মা শাহানাজ পারভীন লিপি বলেন, সে তার বাবার মোটর সাইকেল চালানো দেখে শিখে ফেলে। মোটর সাইকেল চালানো শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও এখন আর সমস্যা হয় না।

স্থানীয় ফুলকুড়ি মডেল স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী লামিয়া বড় হয়ে স্বপ্ন দেখে পাইলট হওযার। যশোর সদর উপজেলার হইবতপুর গ্রামের মেয়ে লামিয়া বড় হয়ে তাদের পরিবারে মুখ উজ্বল করবে এমনটাই প্রত্যাশ্যা তার বাবা মার।