Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: মা হয়েছেন শোবিজের দুই তারকা। তারা হলেন ক্লোজআপ তারকা শিল্পী তাসমিনা চৌধুরী অরিন ও ‘মেহেরজান’ খ্যাত অভিনেত্রী শায়না আমিন।

দুজনই প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন এবং দুজনই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

তাদের মধ্যে শায়না মা হলেন লন্ডনে। তিনি গেল দেড় বছর ধরেই সেখানে স্বামীর সাথে বাস করছেন। তার ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছেন আরশিয়া।

গেল ১৬ আগস্টে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শায়না সবাইকে তার মা হওয়ার খবরটি দেন। অবশেষে বুধবার রাতে হঠাৎ প্রসব বেদনা উঠলে তাতে লন্ডনের একটি হাসপাতালে ভতি করা হয়। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে সেখানেই আরশিয়ার জন্ম দেন তিনি।

এদিকে শায়না ফেসবুকের আরেক স্ট্যাটাসে জানিয়েছেন, আরশিয়ার জন্মের মাধ্যমে তার জীবনে পূর্ণতা এসেছে। এখন আর কিছুই চাওয়ার নেই তার। মাসুদ ও আরশিয়াকে নিয়ে সুখে থাকতে সবার দোয়াও চেয়েছেন।

অন্যদিকে অরিন আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। তিনি ও তার মেয়ে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ফেসবুকে স্ত্রী ও তার মেয়ের ছবি দিয়ে তাদের জন্য দোয়া প্রার্থনা করেছেন অরিনের স্বামী তানভীর হাসান।

প্রসঙ্গত, গেল এপ্রিলে লন্ডন প্রবাসী মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন জনপ্রিয় গান ‘এক জীবন’র মডেল শায়না আমিন। এর কিছুদিন আগে হঠাৎ মিডিয়া থেকে লাপাত্তা হয়ে যান এ অভিনেত্রী। দীর্ঘদিন তার কোন খবর না থাকলেও, বিভিন্ন সূত্র থেকে জানা যায় স্বামীর সঙ্গে লন্ডনে একটি রেস্টুরেন্ট খুলেছেন শায়না। অভিনয়ে তার ফেরাটা প্রায় অনিশ্চিত।

এদিকে ২০১৩ সালে প্রথম দিন ১ জানুয়ারিতে চট্টগ্রামের ছেলে তানভীর হাসানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্লোজআপ ওয়ান তারকা অরিন। তারপর থেকেই স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। গানেও তাকে অনিয়মিত দেখা যায়।

সংগীতে অরিনের যাত্রা শুরু হয় ২০০৫ সালের ক্লোজআপ আসরে সেরা বিশের মধ্যে স্থান পেয়ে। তবে শফিক তুহিনের সঙ্গে ‘ভালোবাসি বড় ভালোবাসি/এর বেশি ভালোবাসা যায় না’ গানটিতে সহশিল্পী হিসেবে বেশ শ্রোতাসমাদৃত হন তিনি।