Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: নিজেই সে অমেজ ভাঙলেন পরিণীতি। এক ফটোশুটে যেন দেখা মিলল মর্দানির। যশরাজ ফিল্মসের ব্যানারে এ ফটোশুট করেছেন চিত্রশিল্পী অভয় সিং। কী কারণে এ শুট তা অবশ্য জানানি পরিণীতি, তবে টুইট করে বলেছেন, এই ফটোশুট যেন তাঁর আসল রূপকেই তুলে ধরে ধরেছে। ব্যায়ামের নানা ভঙ্গিতে, কখনও বা বক্সিং অ্যাকসনে তোলা ছবিতে পরিণীতিকে যেরকম স্মার্ট ও আত্মবিশ্বাসে পূর্ণ বলে মনে হয়েছে, তিনি নিজে ঠিক এই জায়গাতেই পৌঁছতে চেয়েছিলেন বলে জানিয়েছেন।

বলেছেন, ৪ বছর আগে ছবির দুনিয়া যে মেয়েটিকে দেখেছিল, সে মেয়েটি আজ যেমন, তেমনটাই যেন উঠে এসেছে এ ফটোশুটে। তাঁরই তৈরি করা ইমেজ ভেঙে তাঁকে বেরনোর সাহস দিয়েছে এ শুট-এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর এই ফটোশুট যে কাউকে চ্যালেঞ্জ নিতেও উৎসাহ দেবে বলে মত তাঁর। এছাড়াও জানিয়েছেন, তাঁর এই শরীর নিয়ে গর্বিত তিনি। ৯ মাস পরিশ্রম করে তবেই তিনি শরীরকে এরকম ফিট করে তুলতে পেরেছেন। এর আগেও সাহসী ফটোশুটে দেখা গিয়েছিল তাঁকে। ডাবু রতœানির সে ছবিতে অবশ্য আলো আঁধারিতে তাঁর আবেদনই অন্য মাত্রা পেয়েছিল। এ ছবি একেবারে অন্যরকম। প্রতিটি ছবিতে আছে একটি উৎসাহমূলক কথাও। মিঠে রোম্যান্টিক ইমেজ ছেড়ে সেই উৎসাহ নিয়ে, সংস্কার ভেঙে সত্যিই যেন বলিপাড়াকে নয়া রূপ দেখালেন পরিণীতি।