খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: নতুন বছরে মুক্তি পাচ্ছে ভারত, বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘অঙ্গার’। ওয়াজেদ আলী সুমনের পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে জানুয়ারির মাঝামাঝি সময়ে। এর আগে সোমবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রথম টিজার প্রকাশ করা হবে।
সিনেমাটির প্রযোজনা সংস্থা(বাংলাদেশী অংশীদার) মেসার্স জাজ মাল্টিমিডিয়া থেকে এই তথ্য জানানো হয়। জাজ সূত্রে জানা গেছে, এক মিনিটের এই টিজারটি জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইউটিউবে আপলোড করা হবে। ইউটিউবে দেখা মিলবে অঙ্গারের প্রথম টিজার।
অঙ্গার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নবাগত চিত্রনায়িকা জলির। সিনেমাটিতে জোলির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম। আরো অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে।
ভারতের এসকে প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।