Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫: আগামী ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ।’ হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নির্মিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও মাহিয়া মাহি। ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওনের যৌথ প্রযোজনায় এই ছবিতে আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

ছবির সহকারী পরিচালক জুয়েল রানা জানান, ২৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে। প্রায় সব দৃশ্যের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। একটা গানের শুটিংই শুধু বাকি ছিল। শেষ হয়েছে গতকাল। এখন সাউন্ডের কাজ শুরু করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ জানুয়ারি ছবিটি মুক্তির নতুন মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।