Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: ফিতুর নিয়ে একের পর এক বাধার সম্মুখীন হতে হচ্ছে পরিচালক অভিষেক কপুরকে। এর আগে অভিনেত্রী রেখাকে এই সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচন করা হয়েছিল। কিন্তু পরে তা ভেস্তে যায়। এরপর ছবির নায়িকা ক্যাটরিনা কাইফকে নিয়েও বেশ বেগ পেতে হচ্ছে পরিচালককে। এই ছবির নায়ক আদিত্য রায় কপুর।

সূত্রের খবর, ছবির নায়ক-নায়িকার একটি ভালোবাসার দৃশ্য মনমতো না হওয়ায় সেই দৃশ্যটি পুনরায় শ্যুটিং হবে বলে জানান পরিচালক। এতেই রেগে আগুন হয়ে যান নায়িকা। মেজাজ হারিয়ে ফেলেন তিনি। পুনরায় শ্যুটিংয়ের ভাবনা পছন্দ হয়নি তাঁর।খবর:এবিপি।

তিনি বলেন, অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করা এমনিতেই কঠিন। তাই পুনরায় ওই দৃশ্যে অভিনয় করা তাঁর পক্ষে বেশ কষ্টসাধ্য। যদিও অগ্নিশর্মা ক্যাটরিনাকে পরে শান্ত করেন প্রযোজক।