খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: আর কিছুদিন পর নিজের পঞ্চাশতম জন্মদিন উৎযাপন করবেন বলিউডের সুপারস্টার সালমান খান। কিন্তু তার জন্মদিনে কি উপহার দেয়া যায়, তা নিয়ে চিন্তিত অনেকে।
কারণ, পৃথিবীর এমন কিছু নেই যা তার ধরাছোঁয়ার বাহিরে। তাই তাকে অন্যতম কিছু দেয়ার হোলে অবশ্যই ভাবার বিষয়। সম্প্রতি দীপিকা পাদুকন তার ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার প্রমোশনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় সে এক অনুষ্ঠানে পৌঁছালে তাকে জিজ্ঞেস করা হয়, এবারের জন্মদিনে সালমান খানকে তিনি কি উপহার দিবেন।
সাথে সাথে তিনি উত্তর দেন ‘আমি তাকে একজন বউ উপহার দিতে চাই’। হয়ত সবচেয়ে সুন্দর উপহারের কথা তিনিই বলেছেন।
কিছুদিন পূর্বে সালমানের ২০০২ সালের গাড়ি দুর্ঘটনার মামলা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হলে তার বিয়ের ব্যাপারে বলিপাড়ায় হইচই পড়ে যায়। সকলের ধারণা এই মামলার কারণে তিনি বিয়ের জন্য এতদিন অপেক্ষা করেছেন। এবার হয়ত তার বিয়ের ফুল ফুটতে পারে।