Sat. Sep 20th, 2025
Advertisements

44খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক বা বিয়ের আগে কোনও যৌন সম্পর্কে না জড়ানোর জন্য অঙ্গীকারনামা স্বাক্ষর করাচ্ছে এক চীনা কলেজ। একটি কোর্সের অংশ হিসেবে ছাত্রীদের কুমারিত্ব রক্ষার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলা হয়েছে।

দেশটির শানজি প্রদেশের শিয়ান শহরের ওই কলেজে ‘নো রিগ্রেটস ইউথ’ নামের একটি কোর্সের সময় ছাত্রীদের একটি অঙ্গীকার পত্রে স্বাক্ষর করতে বলা হয়। অঙ্গীকারনামায় লেখা রয়েছে, ‘আমি আমার নিজের কাছে, পরিবার, বন্ধু ও আমার ভবিষ্যৎ স্বামী সন্তানদের কাছে অঙ্গীকার করছি যে, আমি একজনের সাথে সারাজীবনব্যাপী বিবাহবন্ধনে আবদ্ধ হবার আগে পর্যন্ত সব রকমের প্রাক-বৈবাহিক যৌনক্রিয়া থেকে বিরত থাকবো।’

এদিকে অঙ্গীকারপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির তরুণ-তরুণীরা। এসব বিতর্কে অনেকেই বলেছেন, ‘বিয়ের আগে কেউ যৌনসম্পর্ক করবে কিনা এটা তার নিজ সিদ্ধান্তের ব্যাপার। বিশ্ববিদ্যালয় এতে নাক গলাচ্ছে, এটা সত্যিই চিন্তার কথা।’

কেউ কেউ অবশ্য বলছেন, ‘এতে অন্যায় কিছুই নেই। তাদের মতে ছেলেদের জন্যও এরকম অঙ্গীকারনামা স্বাক্ষরের নিয়ম থাকা উচিত।’

কলেজটির একজন শিক্ষক বলেছেন, ‘ছাত্রছাত্রীদের ভালোর জন্যই তারা এ পদক্ষেপ নিয়েছিলেন, তবে তার যে এমন প্রতিক্রিয়া হবে তা তারা ভাবেন নি।