Sat. Sep 20th, 2025
Advertisements

45খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, থাকছেনা কোন ভৌগোলিক সীমানা। মানুষ যখন চাইছে তখনই যোগাযোগ করতে পারছে একে অন্যের সাথে। আর এর সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যা বিশ্বব্যাপি খুবই বিস্তৃত। আর এই সময় সৌদি নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার’এ তাদের আসল পরিচয় গোপন করছে তাদের ছদ্ম পরিচয়ের আড়ালে।

সমাজকর্মী লতিফা সালমান বলেন, সৌদি নারীদের ছদ্ম পরিচয় ব্যবহারের কারণ তাদের পারিবারিক অবস্থা বা নিছকই রহস্যময় পৃথিবীতে প্রবেশের রোমাঞ্চকর অনুভূতি মাত্র। তিনি আরো বলেন ৭০ ভাগ নারী তাদের পরিচয় গোপন করে সামাজিক সমালোচনার ভয়ে, তাদের অন্য চরিত্রের রুপ দেয়, অনেকেই আবার মিথ্যা পরিচয় থেকে সুখ খোঁজে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোলা আল আমরি বলেন, সামাজিক ঐতিহ্য বা পরিবারের কারণে অনেক কমবয়সী সৌদি নারী শুধুমাত্র তাদের শরীরের অংশ বিশেষ যাতে করে তাদের সনাক্ত করা না যায়। যেটি একটি মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে।

কিং খালেদ বিশ্ববিদ্যালয়ের পরিবার ও কমিউনিটি মেডিসিন কনসালটেন্ট ড. খালেদ জালবান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিচয় গোপন দুর্ভাগ্যজনক এবং নারী পুরুষের ব্যাপক বিস্তৃত একটি সমস্যা। তিনি আরো বলেন, নাম এবং পরচিয় প্রকাশ করার উদ্দ্যেশ্য হলো মানুষের সুখ, দু:খ, ব্যথা, বেদনা সব কিছু জানা যায় এবং মানুষের পরামর্শ, সমবেদনা পাওয় যায়। এবং কিছু চরিত্র সামাজিক মর্যাদা হানি করে এবং তাদের কোন সামাজিক ভূমিকা থাকেনা। এসব মানুষ গ্র“প তৈরি করে নিজেদের গুরুত্ব বাড়িয়ে অন্যদের সাথে আর্থিক, আবেগ এবং যৌন সম্পর্ক স্থাপনে প্রলোভন দেখায়। এবং এদের মধ্যে কেউ কেউ থাকে মানসিক বিকার গ্রস্ত। যাদের চিকিৎসা জরুরি বটে। আরব নিউজ
এসব ক্ষেত্রে কে কি রকম আচরন করে তার ওপর চিকিৎসা নির্ভর করে।