Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: যিশু খ্রিস্টের জন্মের ৩০ বছর আগে তিনি মারা গিয়েছেন। কিন্ত্ত আজও পৃথিবীর শ্রেষ্ট রহস্যময়ীদের তালিকা বানাতে গেলে তাঁর নাম প্রথম সারিতে কেন , হয়তো বা প্রথমেই আসতে বাধ্য। তিনি রানি ক্লিওপেট্রা। টলেমিক মিশরের শেষ ফারাও। হলিউড তো বটেই অন্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ক্লিওপেট্রাকে নিয়ে ছবির সংখ্যা নেহাত কম নয়। সোফিয়া লোরেন , এলিজাবেথ টেলর থেকে মনিকা বেলুচি — ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করা পৃথিবীর সেরা সুন্দরীদের নামের তালিকাও রীতিমতো দীর্ঘ।

এই তালিকায় এবার সংযোজিত হতে চলেছে এই সময়ের আরেক তাবড় সুন্দরীর নাম। হ্যাঁ, তিনি আর কেউ নন, অ্যাঞ্জেলিনা জোলি। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর এই ছবির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। হলিউডের নামজাদা প্রযোজক স্কট রুডিন নতুন ক্লিওপেট্রার প্রযোজকের ভূমিকায়। তবে ছবির পরিচালক নিয়ে এখনও জটিলতা রয়েছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল , ছবির পরিচালনা করবেন জেমস ক্যামেরন। কিন্ত্ত প্রথম পর্যায়ের আলোচনার সময়ই তিনি নিজেকে সরিয়ে ফেলেন। কারণ তিনি তখন ‘অবতার’-এর দ্বিতীয় পর্ব বানাবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

এর পর পল গ্রিনগ্রাসের নাম উঠে আসে ছবির পরিচালকের ভূমিকায়। গ্রিনগ্রাস কাজ শুরু করার সম্ভাবনা যখন প্রায় পাকা , তখন তিনিও নিজেকে সরিয়ে নেন এই ছবির কাজ থেকে। এবং তারও পরে আসে আর এক হেভিওয়েট পরিচালকের নাম। তিনি অ্যাং লি। হলিউডে সূত্রে যত দূর জানা গিয়েছে , পুরোপুরি পাকা না হলেও অ্যাং লি-কেই পরিচালক বলে ভাবছেন স্কট রুডিন। এবং লি -র তত্ত্বাবধানে স্ট্যাসি স্কিফ , ব্রায়ান হেলগেল্যান্ড এবং এরিক রথ ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন এই ছবির চিত্রনাট্য লেখার কাজ। ছবির অন্য চরিত্রগুলোয় কারা অভিনয় করবেন , সেই বিষয়ে কিছু পাকা না হলেও , জোলির বিষয়টি এক প্রকার নিশ্চিত বলেই জানা গিয়েছে ছবির ইউনিট-সূত্রে।

মিশরের সেই রানি, সাপ হাতে যাঁর ছবি এঁকেছিলেন প্রখ্যাত জার্মান শিল্পী পিটার পল রুবেনস , সেই ক্লিওপেট্রার জীবন নিয়ে রয়েছে একাধিক রহস্য। তার কতগুলো সত্যি, কতগুলোই বা মিথ, সে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। শোনা যায়, তিনি নাকি তাঁর ভাইদের সঙ্গে বিয়ে করেছিলেন। পরে সেই ভাইদের হত্যাও করেন তিনি। নিজের চেয়ে বয়সে অনেক বড় রোমান সম্রাট জুলিয়াস সিজারের সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। পরে রোমান সেনাপতি মার্ক অ্যান্টনির সঙ্গে সম্পর্কের সূত্রে যিনি ক্ষমতার শীর্ষে পৌঁছান — তাঁর কাহিনিই বলা হবে এই সিনেমায়।