Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: ২০১৫ প্রায় শেষ। আর তো কয়েকটা দিন। তারপরই আরও একটা নতুন বছর। তারপর সেই বছরটাকেই মানিয়ে নেওয়া। ২০১৬-র সঙ্গে অভ্যস্থ হয়ে যাওয়া। পুরোনো হয়ে যাওয়া সালটাকে একেবারে বিদায় জানানোর আগে একবার দেখেই নিন না, এ বছর কোন ১০ টা বলিউড ফিল্ম বক্স অফিসে সব থেকে বেশি টাকার ব্যাবসা করল।

১) বজরঙ্গী ভাইজান – (সালমান খান, কারিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি) – ৩২০ কোটি রুপি।

২) প্রেম রতন ধন পায়ো – (সালমান খান, নীল নীতীন মুকেশ, সোনম কাপুর) – ২০৭ কোটি রুপি।

৩) তানু ওয়েডস মানু রিটার্নস – (মাধবন, কঙ্গনা রানওয়াত) – ১৫২ কোটি রুপি।

৪) এবিসিডি টু – (বরুন ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, প্রভু দেবা) – ১০৫ কোটি রুপি।

৫) বেবি – (অক্ষয় কুমার, তাপসি পান্নু, অনুপম খের) – ৯৫ কোটি টাকা।

৬) ওয়েলকাম ব্যাক – (জন আব্রাহাম, নানা পাটেকর, অনিল কাপুর) – ৯৪ কোটি রুপি।

৭) সিং ইজ ব্লিং – (অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন, কে কে মেনন) – ৯০ কোটি রুপি।

৮) গব্বর ইজ ব্যাক – (অক্ষয় কুমার, শ্র“তি হাসান) – ৮৬ কোটি রুপি।

৯) ব্রাদার্স – (অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্ডেজ) – ৮২ কোটি রুপি।

১০) পিকু – (অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, ইরফান খান) – ৭৯ কোটি রুপি।