Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: ‘বাহুবলী’-র প্রথম ভাগ দেখার পরে সিনেমাপ্রেমীর মনে একটাই প্রশ্ন দানা বেঁধেছিল, ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?’ সোশ্যাল মিডিয়াও ছেয়ে গিয়েছিল এই প্রশ্নে। এবার হয়তো উত্তর পাওয়ার সময় এসেছে। কারণ পরিচালক রাজামৌলি শুরু করলেন ‘বাহুবলী ২’-র শ্যুটিং। প্রথম ভাগের ছবির শেষেই তিনি ঘোষণা করেছিলেন, ২০১৬-য় পরবর্তী ভাগ রিলিজ করা হবে।

প্রসঙ্গত আগে থেকেই ছবিটি দু’টি ভাগে রিলিজ করার কথা ঠিক করেছিলেন তিনি। সেইমতো ছবির ক্লাইম্যাক্স ডিজাইন করা হয়েছে। প্রথম ‘বাহুবলী’ যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় ‘বাহুবলী’। ‘বাহুবলী’-র সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত পরিচালক থেকে ছবির কলাকুশলীরা। তবে নির্ধারিত সময়ের থেকে খানিকটা দেরিতেই ছবির শ্যুটিং করলেন পরিচালক। দেরির কারণ হিসেবে তিনি বলেন, প্রথম ভাগের অতিরিক্ত সাফল্যেই এই দেরির কারণ। ছবির সমস্ত কলাকুশলী অনেক বেশি যতœশীল হয়ে পড়েছেন। প্রত্যেকেই গতবারের তুলনায় আরও ভাল করতে চাইছেন এইবার। তাই সব কিছু তৈরি থাকা সত্ত্বেও ছবির প্রি-প্রোডাকশন পর্ব নতুন করে ভাবা হয়। তার জন্য সময় লাগে অতিরিক্ত চার মাস।

এই ছবিতে থাকছে পুরনো সব চরিত্রই। প্রভাস, রাণা ডগ্গুবাতি, আনুশকা শেট্টি, তামান্নারা থাকছেন একই চরিত্রে।