Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: জিসম ২ সিনেমার মাধ্যমে ২০১২ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন সানি লিওন। এর মাত্র তিন বছরের মধ্যেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার বিস্তারিত তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সানি লিওন এখন বলিউডে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যের সঙ্গে পদচারণা করলেও তা একদিনে অর্জিত হয়নি। তিনি এক সাক্ষাৎকারে জানান, এ কয়েক বছরে বলিউডে তার বহু অম্ল-মধুর অভিজ্ঞতা তৈরি হয়েছে। ছিল অনেক উত্থান ও পতন। এসব বিষয় মিলে তার একটি অবস্থান তৈরি হয়েছে। আর এ সম্পূর্ণ বিষয়টি তিনি যথেষ্ট উপভোগ করেছেন। বিষয়টি চ্যালেঞ্জিং ছিল এবং তা তিনি অতিক্রম করতে পেরেছেন বলে আনন্দিত।

বলিউডে কতখানি স্বাচ্ছন্দ্য, এমন এক প্রশ্নের জবাবে সানি বলেন, ‘আমি এখন বলিউডে সম্পূর্ণ স্বচ্ছন্দ। সেখানে নিশ্চয়ই অনেক উত্থান ও পতন ছিল। এ ছাড়া ছিল অনেক অস্বাভাবিক বিষয়, যা কখনো ভালো এবং কখনো বাজেভাবে প্রভাব বিস্তার করেছে। এটা সম্পূর্ণ প্রক্রিয়ারই অংশ। যদি অস্বাভাবিক ও অসাধারণ বিষয়গুলো না থাকত তাহলে এটা একঘেয়ে হয়ে যেত। কখনো কখনো আমি চিন্তা করি যে, কিছু মুহূর্ত যদি সেখানে না থাকত তাহলে কী করা যেত? ভালো আর খারাপ উভয় বিষয়কেই একত্রে গ্রহণ করতে হবে।’

বলিউড থেকে তিনি অনেক বিষয় শিখেছেন বলেও জানান সানি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে থাকা একটি শেখার প্রক্রিয়া এবং তা বেশ কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে এসেছে। আমি এটা পরিষ্কারভাবে জানি যে, আমি ও ড্যানিয়েলের (সানির স্বামী) বোঝাবুঝি রয়েছে। আর আমাকে মেনে নিতে হয় সব বিষয়। আমাকে বলিউডের বিষয়গুলো মেনে নিতে হয়, সেটি আমার জন্য মেনে নেয় না। এটা এমন কোনো বিষয় নয় যে, সবাই আপনার জন্য ড্রাম বাজিয়ে দেবে। এখানে যে ড্রাম বাজছে তার সঙ্গে আপনাকে নাচতে হবে।’

বলিউডে আর্থিক বিষয় নিয়ে বহু মানুষেরই অসন্তুষ্টি রয়েছে। এ বিষয়ে সানি বলেন, আপনার নিজের যে টাকা দরকার, তা নিজেকেই চেয়ে নিতে হবে। সানি বলেন, ‘বিনোদন জগতের প্রত্যেক ব্যক্তিই যা চায় তা করার সামর্থ্য রয়েছে। আপনার যদি বেশি টাকা দরকার হয়, চেয়ে নিন। এতে সবচেয়ে খারাপ কোন বিষয়টি হবে? তারা বলবে- না। এরপর আপনি সামনে এগিয়ে যাবেন। মান যত ভালো হবে, টাকা যত বেশি হবে আপনার তত বেশি পরিশ্রম করতে হবে।