Sat. Sep 20th, 2025
Advertisements

57খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: প্রত্যেক মানুষেরই চুলের ভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এ হেয়ারস্টাইল দেখে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কেও বহু তথ্য জানা যায়। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. ছোট করে ছাটা আপনার চুল যদি ছোট করে ছাটা হয় তাহলে তা আপনার সংবেদনশীলতা ও দুর্র্ধষ মনোভাব প্রকাশ করে। এতে বোঝা যায় আপনি নিজস্ব স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও ক্লাসিক চেহারা পছন্দ করেন। অতীতে অড্রে হেপবার্নকে এ ধরনের হেয়ারস্টাইলে দেখা যেত। এটি প্রকাশ করে যে, আপনি কোনোভাবেই ঝুঁকি নিতে পিছপা হন না।

২. কোকড়া চুল বহু নারী যেখানে সোজা চুলের কাট পছন্দ করে সেখানে আপনি যদি কোকড়া চুল রাখেন তাহলে তা আপনার প্রাকৃতিক বিষয়টির প্রতি পছন্দ প্রকাশ করে। এতে বোঝা যায় আপনি সবার দৃষ্টির সামনে থাকতে ভয় পান না এবং এতে আপনার চেহারা পরিবর্তনের কোনো আগ্রহ নেই। মূলত বোহেমিয়ান সংস্কৃতির অংশ কোকড়া চুল। এটি অবশ্য ড্রামাটিক দৃশ্য সৃষ্টিতেও দারুণ পারদর্শী।

৩. উঁচু ঝুঁটি চুল যারা ঝুঁটি বেঁধে উঁচু করে রাখেন তাদের ব্যক্তিত্ব অন্যদের তুলনায় আলাদা। এটি স্বাভাবিক ঝুঁকির তুলনায় বেশি। এতে বোঝা যায় আপনি গুছিয়ে কাজ করেন। এছাড়া এটি আপনার ব্যক্তিত্বের প্রফেশনালিজম প্রকাশ করতে পারে। পেশাদারী জীবনে এটি আপনার উচ্চাকাক্সক্ষাও প্রকাশ করে। এ কারণেই কর্পোরেট জীবনে যারা শক্তিশালী এক্সিকিউটিভ তাদের এমনটা দেখা যায়।

৪. সাদা হাইলাইট চুলের কোনো অংশে আপনি সাদা হাইলাইট করলে তা আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। এতে অন্যরা যেন আপনার দিকে ঘুরে তাকায় এবং আপনার দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী হয়। এটি ফেমিনিটি ও গ্ল্যামারেরও প্রকাশ। কিম কার্দাশিয়ানের মতো শক্তিশালী ব্যক্তিত্বের নারীরা এ হেয়ারস্টাইলে তাদের ব্যক্তিত্ব খুঁজে পান।