খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: কখনও সাহসী ফোটোশুট, কখনও বা নতুন ফ্যাশন স্টেটমেন্টে তিনি শিরোনামে থেকেছেন। কিন্তু এ বার নিজের প্লাসেন্টা বা গর্ভফুল খাওয়ার কথা জানিয়ে শিরোনামে এলেন কিম কার্দাশিয়ান। সম্প্রতি ছেলের মা হয়েছেন তিনি। নাম রেখেছেন সেন্ট ওয়েস্ট। আর পোস্ট প্রেগন্যান্সি ডিপ্রেশন কাটাতেই নাকি নিজের প্লাসেন্টা খাওয়ার এই ঘরোয়া টোটকা আবিষ্কার করেছেন খোদ কিম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এমন খবর প্রকাশ করেছে।
কিন্তু এটা কীভাবে সম্ভব?
কিমের কথায়, ‘‘আমি প্রথমে আমার প্লাসেন্টা শুকিয়ে ঠাণ্ডা করেছি। তার পর সেটা থেকে পিল তৈরি করেছি। ডিপ্রেশন কাটাতে এটা আমি খাই। আর দারুণ ফল পাচ্ছি। একটা পিল খাওয়ার পরই আমার এনার্জি অনেক বেড়ে যাচ্ছে। তাই যাঁদের এই সমস্যা হচ্ছে তাঁদের সকলকেই আমি প্লাসেন্টা খাওয়ার পরামর্শ দেব।’’
কিমের এই ঘরোয়া টোটকার কথা সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে সকলের মধ্যে। কেউ বলছেন কিমের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবার কেউ বলছেন, কিম প্রচারে আসার জন্য এ সব বলছেন, আসলে উনি কিছুই খাচ্ছেন না। আবার অনেকের মতে, নিজের যৌবন ধরে রাখার জন্য সত্যিই নিজের প্লাসেন্টা খাচ্ছেন কিম। এও শোনা যাচ্ছে, কার্দাশিয়ান পরিবারে কিম প্রথম নন, এর আগে তাঁর দিদি কার্টনিও প্লাসেন্টা খেয়েছেন।