Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোর আবারো তাদের দর্শকনন্দিত নাটক ‘শেষের কবিতা’ নিয়ে ভারতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের কল্যাণীতে ঋত্বিক সদন মঞ্চে আগামী মঙ্গলবার, ২২ ডিসেম্বর প্রদর্শিত হবে কবিগুরুর অমর সৃষ্টি রোমান্টিক প্রেমের উপন্যাস অবলম্বনে প্রযোজনাটি।

কল্যাণী নাট্যকেন্দ্র’র আয়োজনে ‘কল্যাণী নাট্যকেন্দ্র’র একবিংশততম নাট্যোৎসব’-এ আমন্ত্রিত হয়ে প্রাঙ্গণেমোর এ নাটক নিয়ে ঢাকা থেকে আজ রোববার, ২০ ডিসেম্বর ভারতের কল্যাণী যাচ্ছে।

এ নিয়ে বেশ কয়েকবারের মতো এই নাটকটি নিয়ে ভারত যাত্রা করছে দলটি। এর আগে শেষের কবিতা নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল কলকাতার পূর্ব-পশ্চিম নাট্যদল আয়োজিত এক আস্তর্জাতিক নাট্যোৎসবে ২০১২ সালের ২৬ আগস্ট মধূসুদন মঞ্চে। এছাড়া এ নাটকটি আরো মঞ্চায়িত হয়েছে ভারতের মুম্বাই ও শান্তি নিকেতনে। শেষের কবিতা নাটকের দর্শকপ্রিয়তার কারণেই নাটকটি আবারও আমন্ত্রিত হয়ে ভারতে মঞ্চায়িত হচ্ছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, ইস্টের সুমী, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতী, কারিমা, জাহিদ, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, ঊষা।