Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট মাছরাঙা টেলিভিশনের পর্দায় আবারো আসছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’। বাঙালির নিজস্ব সংস্কৃতি আর সামাজিক মূল্যবোধের গল্প নিয়ে তৈরি নাটকটির পুনঃপ্রচার শুরু হচ্ছে ২২ ডিসেম্বর থেকে।

প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

আজাদ আবুল কালামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রহমতউল্লাহ তুহিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, আতাউর রহমান, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ডলি জহুর, আবুল কাশেম, খায়রুল আলম সবুজ, মানস বন্দোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, কুমকুম হাসান, হিল্লোল, মুনমুন আহমেদ, জয়শ্রী কর জয়া, ফারাহ রুমা, নওশীন, ইশানা, স্বর্ণাসহ বহুসংখ্যক তারকা অভিনয়শিল্পী।

নাটকের গল্পে দেখা যাবে ‘ক্ষণিকালয়’ একটি বাড়ির নাম, যার ভেতরে খন্দকার পরিবার একটি বড় বৃক্ষ। এই বৃক্ষে ভর করে যে শাখা-প্রশাখা পল্লবিত হয় এবং চারপাশে আরো যারা ‘ক্ষণিকালয়’-এর সঙ্গে সংশ্লিষ্ট তারা ভিন্ন ভিন্ন আয়, শিক্ষা, রুচি কিংবা মানসিকতার হলেও অদৃশ্য একটি সুতোয় বাঁধা সবাই।

যে সুতোটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, যুগ যুগ ধরে গড়ে ওঠা বন্ধন এবং সামাজিক মূল্যবোধ দিয়ে গাঁথা। নাটকের চরিত্রগুলো শরীরে, মনে আধুনিক এবং শাশ্বত বাঙালির প্রতিভূ।