Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: বলিপাড়ার অন্যতম সেরা সুপারস্টার সালমান খান। তারকাখ্যাতিকে কোনো সময়ই খুব একটা গুরুত্ব দেননি তিনি। বরং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছেন। তার কাজকর্মেই সেটি ফুটে ওঠে। গত রোববার সেটি আবারো প্রমাণ করলেন এ তারকা।

গতকাল ২০ ডিসেম্বর, রোববার ছিল সালমানের ভাই সোহেল খানের ৪৬তম জন্মদিন। এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বান্দ্রার একটি নাইটক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু। অনুষ্ঠান শেষে সবাই যখন গাড়িতে করে বাড়ি ফিরেছেন, তখন সালমান বাড়ি ফিরেছেন একটি অটোরিক্সাতে চড়ে।

একজন সাধারণ যাত্রীর মতো অটোরিক্সার পেছনে বসে নিজ বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফেরেন সালমান খান। অটোর ভাড়া হিসেবে চালককে ১ হাজার টাকা ভাড়া দিয়েছেন প্রেম রতন ধন পায়ো সিনেমা খ্যাত এ তারকা।