Thu. Sep 18th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করতে গিয়ে সীমা অতিক্রম করলেন দিল্লির এক যুবক। শনিবার নির্ভয়া কাণ্ড নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় সেই যুবক টুইটারে মুখ্যমন্ত্রীর মেয়েকে ধর্ষণ করার জন্য উপহার ঘোষণা করেন।

গ্যারি সিং নামে ওই যুবক লেখেন, ‘কেউ কেজরিওয়ালের মেয়েকে ধর্ষণ করো। তবে তার বয়স হতে হবে ১৭ থেকে ১৮-র মধ্যে। আমি তাকে ১ লক্ষ টাকা নগদ এবং একটা নতুন বাইক উপহার দেব।’ এই টুইট ঘিরেই হইচই পড়ে গিয়েছে।

টুইটের কথা উল্লেখ করে দিল্লি মহিলা কমিশনের দৃষ্টিও আকর্ষণ করা হয়। কমিশনের এক সদস্য প্রমিলা গুপ্তা পাল্টা টুইটে এর বিরুদ্ধে কঠোর ব্যবসাথ নেওয়ার কথা জানান। তিনি লেখেন, ‘টুইটি দেখেছি। যদিও প্রোফাইল থেকে সেটি ডিলিট করে দেওয়া হয়েছে। তবে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’