Thu. Sep 18th, 2025
Advertisements

10খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: আইএস জঙ্গিদের অনেকসময় দাবি থাকে, তারা ইসলামের জন্য, বিপ্লবের জন্য এমন জঘন্য, নৃশংস কার্যকলাপ বিশ্বজুড়ে চালাচ্ছে। কিন্তু বিষয়টা আদৌ তা নয়, একটি ভিডওতে দেখা যাচ্ছে, বেউরুটে একটি জায়গায় বেশকিছু সংখ্যক আইএস জঙ্গিরা ঢুকে পড়ে। সেখানকার বাসিন্দাদের একজায়গায় জড়ো করে।

তারপর তাদের মধ্যে থেকেই বেছে বেছে মেয়েদেরকে তারা সেক্স করবে বলে ডেকে নিতে থাকে। এরকম কথায় স্বাভাবিবকভাবেই ওই মেয়েরা, তাদের সম্মানরক্ষার জন্য যেতে চায় না। যদিও তাতেই বা রেহাই কোথায় দেওয়া হচ্ছিল ওই মেয়ে-বউদের! রীতিমতো চুলির মুটি ধরে আইএস জঙ্গিরা তাদেরকে মারতে মারতে এক পাশে সরিয়ে নেয় তাদের পরিবারের বাকি সঙ্গীদের থেকে। আর এরপর ওই নারীদের ধর্ষণ করার জন্য চুলির মুটি ধরে নিয়ে যায় তারা।