খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: পত্রিকায় ছাপা হওয়া একটি বিজ্ঞাপনের কারণে সামাজিক মাধ্যমে পাকিস্তানিদের তোপের মুখে পড়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মডেল ও বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। বিজ্ঞাপনে নারগিসের উপস্থিতি অশ্লীল এবং সস্তা ছিল বলে অভিযোগ উঠেছে।
পাকিস্তানি উর্দু দৈনিক জাংয়ের গত রোববারের পত্রিকার প্রথম পাতায় মোবিলিংক মোবাইল অপারেটরের একটি বিজ্ঞাপন ছাপানো হয়। এই বিজ্ঞাপনের মডেল ছিলেন নারগিস ফাখরি। বিজ্ঞাপনটিতে দেখা গেছে, লাল একটি জামা পড়ে ফোন হাতে উপুড় হয়ে শুয়ে আছেন নারগিস ফাখরি।
সম্প্রতি পাকিস্তানি মোবাইল অপারেটর মোবিলিংক তিনটি থ্রিজি হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। আর সে জন্যই বিজ্ঞাপনটি দিয়েছিল তারা।
বিজ্ঞাপনটির বিরুদ্ধে প্রথম টুইটারে প্রতিবাদ জানান অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য বিখ্যাত সাংবাদিক আনসার আব্বাসি। মজার ব্যাপার হচ্ছে, তিনি জাং পত্রিকারই সাংবাদিক। পত্রিকার প্রথম পাতায় এ ধরনের বিজ্ঞাপন ছাপানোর জন্য নিজের পত্রিকার কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে এ প্রতিবাদ জানান আব্বাসি। সেখানে মোবিলিংকের বিজ্ঞাপনটির একটি ছবিও দেন তিনি। এর পরেই বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা এবং ব্যঙ্গ করা শুরু হয় সামাজিক মাধ্যমগুলোতে।
তবে এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি নারগিস। মডেলিং দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে শোবিজ ক্যারিয়ার শুরু করেছিলেন নারগিস ফাখরি। পাকিস্তানি বাবা ও চেক মায়ের সন্তান নারগিস ২০১১ সালে ইমতিয়াজ আলী পরিচালিত ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। দারুণ ব্যবসাসফল হয়েছিল নারগিসের প্রথম ছবি।