খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: বাংলা সিনেমা ও টেলিভিশনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। বাংলা চলচ্চিত্রে একটি পরিচিত নাম ডলি জহুর। কিংবদন্তী এই অভিনেত্রীর দীর্ঘ পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা সাংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে সর্বত্র। ছোট বড় সব মিলিয়ে প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন এই কিংবদন্তী।
অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন লক্ষ লক্ষ সিনেমা পাগল মানুষের মন। যে প্রতি মুহুর্তে দিয়েছেন বিনোদন। তার অভিনীত প্রতিটি চরিত্রই পেয়েছে জনপ্রিয়তা। দেশ-বিদেশে রয়েছে তার ব্যাপক সুনাম। দেশ ও দেশের বাইরে রয়েছে তার অগণিত ভক্ত। সবার প্রিয় সেই অভিনেত্রী এখন কষ্টের সময় পার করছেন।
সিনেমা ও টিভির পর্দা কাঁপানো এই অভিনেত্রীর বর্তমান অবস্থা নিয়ে তাঁর সঙ্গে কথা হয় বিডি টুয়েন্টিফোর লাইভের বিনোদন প্রতিবেদক আরেফিন সোহাগের। এ প্রতিবেদকের কাছে ডলি জহুর বললেন তার বর্তমান অবস্থা নিয়ে।
ডলি জহুর কেমন আছেন জানতে চাইলে অভিমান কন্ঠে বলেন, আমি ভালো নাই। আমার এখন বলার মতো কোন কথা নাই। আমার দিন চলে যাচ্ছে কোন রকম আর কি। আমি আস্তে আস্তে সব হারিয়ে ফেলেছি। বাবা, মা, বোন, স্বামী গত ১৩ তারিখ ভাইকেও হারিয়ে ফেললাম। আমি এখন মৃত্যুর অপেক্ষায় আছি। চিন্তা কখন যাবো। এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগে না।