খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: চিনতে পারছেন এই সান্তা কে? ইনি বলিউড তারকা আমির খান। বড়দিনে শিশুদের জন্য সান্তা ক্লজ সাজলেন আমির। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন ‘পিকে’ তারকা। ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে সান্তার চিরাচরিত পোশাক ও দাড়িতে দেখা গিয়েছে আমিরকে। ছেলে আজাদ ও তার বন্ধুদের উপহার বিলাচ্ছেন সান্টা আমির। ফেসবুকে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন আমির।
তিনি বলেছেন, বাড়িতে বড়দিনের পার্টিতে বাচ্চাদের সঙ্গে সান্তা সেজে মজা করলাম। প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা। আমিরকে আগামী সিনেমা ‘দঙ্গল’-এ দেখা যাবে। এই সিনেমায় প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাটের ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী বছরের বড়দিনে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির মুক্তি পাওয়ার কথা।