Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: মা হয়ে গিয়েছেন তো, তাই আর চান না! ঐশ্বরিয়া একেবারেই চান না কোনও গভীর চুম্বন দৃশ্যে অভিনয় করতে।
তাই করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুর আর ঐশ্বরিয়া রাই বচ্চনের কোনও চুম্বন দৃশ্য থাকছে না। করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই তুমুল কৌতুহলের জন্ম হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু, দর্শকরা যে উত্তেজক দৃশ্যের অপেক্ষায় রয়েছিলেন, তা তাঁরা ওই ছবিতে দেখতে পাবেন না। ঐশ্বরিয়া আপত্তিতে। খবর-আনন্দবাজার।
‘কিসিং সিন’ দেখাতে খুবই আগ্রহ ছিল পরিচালক করণ জোহরের। কিন্তু ঐশ্বরিয়া নাকি তাঁকে পরিস্কার জানিয়ে দেন, সেটা তাঁর পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে ওই ছবিতে বেশ আকর্ষণীয় রোলে রয়েছেন অনুষ্কা শর্মা।
ঠিকঠাক ভাবে রাঁধতে পারলে, ‘আলুনি’ রান্নারও স্বাদটা কিন্তু বেশ জিভে লেগে থাকার মতোই হয়! কিছু ‘মুশকিল’ থাকলেও তাই ছবিটি ‘দিল’ ছুঁয়ে যাবে বলেই আশা বিশেষজ্ঞদের।