খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নিপুণ। শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’। মাদকের ভয়াবহতা নিয়ে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ডা. অরূপ রতন চৌধুরী।
ছবিটির চরিত্র প্রসঙ্গে নিপুণ বলেন, ছবির শুটিং শুরু হওয়ার আগে ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে টানা এক মাস কাটাতে হয়েছে। সেখানে মাদকাসক্তদের সঙ্গে দেখা করেছি, তাদের নিয়ে পড়াশোনা করেছি। কারণ এ ছবিতে আমি মাদকাসক্ত মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। গল্পে আমার নামও নিপুণ। সে দেশের শীর্ষস্থানীয় র্যাম্প মডেল হওয়ার উচ্চাকাক্সক্ষা থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। পরে ইমনের [ফেরদৌস] ভালোবাসায় স্বাভাবিক জীবনে ফিরে আসে মেয়েটি। এরপর থেকে মেয়েটিও মাদকবিরোধী আন্দোলনে যোগ দেয়।
ছবিটি মাদকের ভয়াবহতা থেকে মানুষকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এখানে মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে স্বর্গ আর মাদকের ভয়াবহতাকে নরকের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে মাদকের ভয়াবহতা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক।