Fri. Sep 19th, 2025
Advertisements

40খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: দাতব্য কাজে লিওনেল মেসির অংশগ্রহণ নতুন কিছু না। ইউনিসেফের শুভেচ্ছা দূত তিনি। শিশুদের পাশে দাঁড়ান নিয়মিত। অর্থ সাহায্য দেয়ার রেকর্ড আছে। আছে হাইতির মতো দেশে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর ইতিহাসও। এবার আরেকটি মানবিক কাজের জন্য শিরোনাম হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক ও বার্সেলোনা সুপারস্টার।
বসনিয়ার একটি হাসপাতালের তহবিল সংগ্রহের নিলামের জন্য সই করা নিজের একটি জার্সি পাঠিয়েছেন মেসি। বসনিয়ার শহর ত্রাভনিকে একটি নিলাম হবে হাসপাতালের শিশু বিভাগের উন্নতির তহবিল গঠনের জন্য। সেখানে উঠবে ফিফার চার বারের বিশ্ব বর্ষসেরা ফুটবলার ব্যালন ডি’অর জয়ী মেসির জার্সি। হাসপাতালের ওই বিভাগের সরঞ্জাম কেনার জন্য তহবিল দরকার। মানবাধিকার অ্যাকটিভিস্ট জেসমিন ফাইকিচ জানিয়েছেন, মেসির জার্সির পাশাপাশি আরো কয়েকজন ক্রীড়িবিদের জার্সি উঠবে নিলামে। কিভাবে মেসির সাথে যোগাযোগ হলো বসনিয়ার এই হাসপাতালের? জেসমিন জানিয়েছেন, কাতালান একজন মানবাধিকার কর্মীর সাথে তার যোগাযোগ ছিল।
তার মাধ্যমেই যোগাযোগ হয়েছে। এটা শিশুদের জন্য শুনে মেসি সমর্থনের হাত বাড়িয়ে দেন। পাঠিয়ে দেন তার স্বাক্ষরিত একটি জার্সি। এই নিলামে মেসির জার্সি নিশ্চয় বড় এক মূল্য পাবে। নিলামে আরো থাকছে ক্রোয়েশিয়ার রিয়াল মাদ্রিদ খেলোয়াড় মাতেও কোভাচিচ, বসনিয়ার এএস রোমা খেলোয়াড় এডিন ডেকো ও মিরালেম পিয়ানিকের জার্সি।