Sat. Sep 20th, 2025
Advertisements

8খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন এক গোল। এবার ভুটানের বিপক্ষে দুই গোল করে এবারের সাফের শীর্ষ গোলদাতার আসনে বসলেন খাইবার আমানি। তার জোড়া গোলে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো আফগানিস্তান। তাদের জয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হলো। একই সাথে বিদায় হলো ভুটানেরও। অবশ্য সোমবার বাংলাদেশ ও ভুটান আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপের খেলায় আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আফগানরা বাংলাদেশকে হারায় ৪-০ গোলে।
এই ম্যাচেও আধিপত্য রেখেই খেলা শুরু করে তারা। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ১৪ মিনিট পর্যন্ত। বাঁ প্রান্ত থেকে গোলমুখে এসে পড়ে বল। বাঁ পায়ের টোকায় সেই বলকে জালে জড়ান আমানি। দ্বিতীয় গোলটি আফগানিস্তান পায় বিরতির দুই মিনিট আগে। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন মাসিহ সাইঘানি। ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করে লক্ষ্যভেদ করেছেন তিনি। আফগানদের শেষ গোলটি আসে বিরতির পর পরই। খেলার ৫১ মিনিটে কর্নার থেকে বক্সে পড়া বলকে হেড করে জালে জড়িয়েছিন আমানি। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। এরপর আর গোল পায়নি আফগানরা।