Thu. Sep 18th, 2025
Advertisements

12খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: উদ্দেশ্য চাচাতো ভাইয়ের মেয়ে বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন। এ জন্য স্ত্রীকে ওই ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করলেন এক স্বামী। ভারতের উত্তরপ্রদেশের কানপুরের এক নারীর এমন অভিযোগকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত জুন মাসে তাঁর স্বামী তাঁকে দিল্লিতে চাচাতো শ্বশুরের বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে স্বামী ওই নারীকে তাঁর ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। স্ত্রী এতে রাজি না হলে তাঁকে বিবাহ বিচ্ছেদের হুমকি দেন ওই স্বামী। ওই নারী আরো অভিযোগ করেন, ভাইয়ের মেয়ে বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য গত আগস্টে কানপুরে তাঁকে একই কাজ করতে বাধ্য করেন তাঁর স্বামী।
স্বামীর এ ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের শরণাপন্ন হন ওই নারী। পুলিশ ওই নারীর স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, মারধর এবং খুনের হুমকির অভিযোগে মামলা গ্রহণ করেছে। ১০ বছর আগে তাঁদের বিয়ে হয় বলে জানান ওই নারী।