Tue. Sep 16th, 2025
Advertisements

13খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: নারীর সঙ্গে ইভ টিজিং করতে গিয়ে কঠোর শাস্তি পেল এক বখাটে। মরক্কোর আগাদির শহরের ইনাজগানে এক বাজারে এ ঘটনা ঘটে।
লম্বা পোশাক পড়া এক নারী বাজারের খরিদ করা জিনিসপত্র মোটর সাইকেলে উপুড় হয়ে ভরছে। এমন সময় এক বখাটে নারীকে পিছন থেকে পশ্চাতে টিপে দেয়।
এরকম অশালীন আচরণে জন্য ওই নারী আর পুলিশ ডাকেনি। বখাটে ওই যুবককে জোরে ঘুষি মারে ওই নারী। ঘুষিতে এত জোর ছিল যে, বখাটে ছয় সাত হাত দূরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ২ ঘণ্টা অজ্ঞান থাকে।
এদিকে ওই নারী চেঁচাতে থাকে। এবং সবাইকে বলে সে কেনও এই শাস্তি দিয়েছে ওই বখাটেকে। পুরো ঘটনা সিসিটিভিতে রেকর্ড করা আছে। এই ভিডিও ইউটিউবে ছাড়া হলে ২৮ হাজার বার দেখা হয়। এবং ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে। দেখুন সেই ভিডিও।