Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: ষাটের দশকে জনপ্রিয়তার শীর্ষে সাধনা শিভদাসানি ক্যান্সারে ভুগে মারা গেলেন ২৫ ডিসেম্বর। জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন লোকচক্ষুর আড়ালে একাকী। যে বলিউডকে এত কিছু দিয়েছেন, জীবনের অন্তিম মুহূর্তে সেই বলিউডের কেউই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে দাবী করলেন সাধনার দীর্ঘ দিনের বন্ধু অভিনেত্রী ও উপস্থাপিকা তাবাসসুম।
সাধনার শেষকৃত্য অনুষ্ঠানে এসে তিনি বললেন, বলিউডের কেউ তার সাহায্যে এগিয়ে না আসায় হতাশ এবং বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন ৭৪ বছর বয়সী প্রয়াত অভিনেত্রী। তাবাসসুম বলেন,”তিনি খুবই অসুস্থ এবং অসুখী ছিলেন। ইন্ডাস্ট্রির কেউ সামান্যতম চেষ্টাও করেনি তাকে সাহায্য করার। কোনো উৎসবের আয়োজন করুন, সবাই দল বেঁধে যোগ দিতে আসবে, কিন্তু কারো জীবনে কি ঘটছে তা জানার কোনো চেষ্টাই কেউ করে না।”
বলিউডে সাধনার ব্রাত্য হয়ে পড়ার করুণ সময়টির কথাও জানালেন ৭১ বছর বয়সী এই অভিনেত্রী, “শারীরিক দুর্বলতার কষ্ট আর আইনি জটিলতার মারপ্যাঁচ থেকে বাঁচার জন্য বলিউডের অনেকের কাছেই সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তার কোনো আত্মীয়ও নেই, শেষ পর্যন্ত উপায় না দেখে ভক্তদের কাছে আর্তি জানিয়েছিলেন সাহায্যের। চরম দুঃখের বিষয়, কেউই শেষ পর্যন্ত তাকে সাহায্য করেনি”।
শনিবার সাধনার শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন বলিউডের স্বর্ণালী যুগের এক ঝাঁক তারকা। দেখা গেছে সেলিম খান, হেলেন, হিরু জোহার, দীপ্তি নাভাল, আশা পারেখ, পুনাম সিনহা এবং অন্য অনেক তারকাকে।