Tue. Sep 16th, 2025
Advertisements

63খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: বলিউড মেতে উঠেছে সালমানের জন্মদিনের আনন্দে। সকলে তাকে অভিনন্দন জানানোর জন্য এগিয়ে যাচ্ছেন। যখন সালমান তার প্রিয়জনদের সাথে তার এই বিশেষ দিনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন, ঠিক তখনি তার ভক্তরা তার জন্য বিশেষ কিছু তৈরির চেষ্টায় নিয়জিত ছিলেন।
ভারতের সুরাতে বসবাস করা সালমান খানের ভক্তরা তার জন্য ৪০০ ফিট লম্বা কেক তৈরি করেছেন। যার ওজন ৪,০০০ কেজির বেশি হবে। এই কেক শহরের ২০০টি অনাথ আশ্রমে ভাগ করে দেয়া হবে। যা ৪,০০০ গরীব শিশুরা অত্যন্ত তৃপ্তির সাথে গ্রহণ করবে।
সালমানের ১৫,০০০ ভক্ত মিলে এই অনবদ্য কাজ করতে চলেছেন। সুরাতের স্থানীয় একজন কেক বিক্রেতা এই কেক তৈরি করেছেন। সেখানে লিমকা বুক রেকর্ড ও গিনেস বুক রেকর্ডের কর্মকর্তারা উপস্থিত থাকবে। এই কেকের বিশ্ব রেকর্ডও সৃষ্টি হতে পারে।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।